ডাটা সায়েন্স ও এনালিটিক্স
"বিগ ডেটা এনালিটিক্স ছাড়া একটা কোম্পানি অন্ধ এবং বধির থাকে, এনালিটিক্স ছাড়া একটি প্রতিষ্ঠান দিকহারা পথিকের মতো।"
- জেফরি মুর
স্ট্রাকচার ও আনস্ট্রাকচারড ডাটাকে রিলেশন ও কোরিলেশন মাধ্যমে ডাটা সায়েন্স এর কাজ হচ্ছে ডাটা ক্লিন, প্রিপেয়ার ও এনালাইসিস করা।
ইনজিনিয়াস ওয়েতে ডাটা ক্যাপাচিং করে
একদম 'র' ডাটা এক্সামাইন করে কনক্লশন দেয়
আমরা স্ট্যাটিসটিক্স এন্ট্রাপ্রেট, ডাটা ভিজ্যুয়ালিজেশন ও ডাটা পয়েন্টের সাথে লিঙ্কআপ করে কনক্লিশন দেই
আমরা একটা সিস্টেমের লুপহোলগুলো বের করি লার্জ স্কেলের ডাটা এনালাইজ করে।
১৩০ এর বেশী ক্লায়েন্ট আস্থা রাখছেন আমাদের উপর। স্টার্টআপ থেকে শুরু করে বাংলাদেশ গভার্নমেন্ট, এনজিওর কাজ করছি আমরা
পুরো প্ল্যাটফর্ম বানানো ও ৬ মাসে ৫০ হাজার এর বেশী ইউজার এনে দিয়েছি
আমাদের কনটেন্ট স্ট্র্যাটিজি ট্রাক লাগবে কে এনে দিয়েছে ম্যাসিভ ট্র্যাকশন