- এনালিটিক্স ডিজিটাল মার্কেটিং
- জুলাই 15, 2019
- < 1 mins read
গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স এর ‘ইজি লাইফ’ অ্যাপের ৬০ হাজার ইন্সটলেশন নিশ্চিত করেছে আমাদের ডিজিটাল মার্কেটিং টিম।
আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কথা বলেছেন রুবায়েত সালেহিন, Head Of Marketing & Communication, Guardian Life Insurance Limited। চলুন রুবায়েত ভাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক উনার অভিজ্ঞতা:
গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ‘ইজি লাইফ অ্যাপ’ এর শুরু থেকেই আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি। স্টোরি বেইজড প্রমো ভিডিও, ফেইসবুকের জন্য শর্ট এনিমেটেড ভিডিও, GIF, ফেইসবুকের স্ট্যাটিক পোস্টের পাশাপাশি ডাটা ড্রাইভেন এনালিটিক্যাল ড্যাশবোর্ড সলিউশনও আমরা নিশ্চিত করছি যার মাধ্যমে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ম্যানেজমেন্ট রিয়েল টাইম মার্কেটিং ম্যাট্রিক্স দেখতে পারছে।